সুরবাণী সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে আজ শুক্রবার বিকাল ৩টায় দাগনভূঞা আতাতুর্ক সরকারি মডেল হাইস্কুল মিজান মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন। প্রধান আলোচক থাকবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-সচিব মো. সাইফুল ইসলাম ভূঞা।
বিশেষ অতিথি থাকবেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোমেনা আক্তার ও দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খাঁন। দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া অনুষ্ঠান সভাপতিত্ব করবেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে আনন্দ উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন সুরবাণী সাংস্কৃতিক কেন্দ্রের সমন্বয়কারী ও প্রশিক্ষক বাবুল চন্দ্র দাস।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি