আজ

  • শুক্রবার
  • ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

লাল কার্ড দেখিয়ে শপথ নিল ফুলগাজীর শিক্ষার্থীরা

  • ফুলগাজী প্রতিনিধি
  • মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন করে শপথ নিলেন ফুলগাজী উপজেলার আনন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রায় ছয়শ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১০ মার্চ) সকালে বিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কুতুব উদ্দিন।

    আয়োজক সূত্রে জানা যায়, বাল্যবিবাহ, যৌন হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিরোধমূলক সচেতনতায় সৃষ্টির লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। এতে বিদ্যালয়ের ছয় শতাধিক শিক্ষার্থী মাদক, ধর্ষণকে লাল কার্ড ও দেশপ্রেমকে সবুজ কার্ড প্রদর্শন করে শপথ নিয়েছে।

    লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের পরিচালনায় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন থানার এস আই মোশারফ হোসেন, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার আছমা আক্তার, ফুলগাজী প্রেসক্লাবের সভাপতি মোঃ মোর্শেদ, আলোকিত ব্লাড ডোনার ক্লাব এর প্রধান উপদেষ্টা ইসমাইল হোসেন রাব্বী।

    সভায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090