আজ

  • শনিবার
  • ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় দাগনভূঞার যুবক নিহত

  • নিজস্ব প্রতিনিধি
  • দক্ষিণ আফ্রিকার ডারবানের বেরুরামে সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (২৫) নামে দাগনভূঞার এক যুবক নিহত হয়েছেন। নিহত আবদুর রহিম উপজেলার দেবরামপুর গ্রামের বাসিন্দা।
    মঙ্গলবার (১০ মার্চ) সকালে ডারবান থেকে জোহানসবার্গে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের ইমদাদুল হক রকি নামে এক যুবক, স্থানীয় চালক ও রনি নামে আরও এক যুবক গুরুতর আহত হয়। বর্তমানে ড্রাইভার ও রনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

    প্রত্যক্ষদর্শী দক্ষিণ আফ্রিকা প্রবাসী শরীফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আব্দুর রহিম বিভিন্ন দোকানে মালমাল ডেলিভারি দিতেন। জোহানসবার্গে আসার পথে তাদের গাড়িতে অতিরিক্ত মাল ছিল। যাত্রাপথে চোখে ঘুম চলে আসলে হঠাৎ তাদের গাড়ি উল্টো গিয়ে এ দুর্ঘটনা ঘটে। মাথা থেঁতলে গিয়ে আব্দুর রহিমের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090