ফেনী পোস্ট অফিসে জনবল সংকটের কারণে গ্রাহকরা ভোগান্তির শিকার হচ্ছেন। জনবল সংকটের কারনে কর্মরতরা স্বাভাবিক কাজকর্ম পরিচালনায় হিমশিম খাচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘ ৮ বছর ধরে ফেনী জেলা পোস্ট অফিসের পদগুলো শূন্য রয়েছে। শূন্য পদে নিয়োগ দেয়ার জন্য একাধিকবার পোস্ট অফিসের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোন টনক নড়ছে না। ফেনী পোস্ট অফিসে ২৩ জন অপারেটরের পদ থাকলেও কর্মরত রয়েছেন মাত্র ৮ জন। ৪ জন সহকারী পোস্ট মাস্টারের স্থলে দু’জন দায়িত্ব পালন করছেন। সহকারী পোস্ট মাস্টার শামসুল আলমসহ দু’জনকে দিয়ে জোড়াতালি দিয়ে চার জনের কাজ চলছে। হিসাবরক্ষকের পদটি ৮ বছর ধরেই ফাঁকা। সহকারী হিসাবরক্ষক তিনজনের বিপরীতে রয়েছেন একজন।
লেজার অপারেটর এস.এম গিয়াস উদ্দিন জানান, ১৫ জন অপারেটর না থাকার কারণে আমাদেরকে প্রতিনিয়ত হিমশিম খেতে হয়। বাড়তি কাজের চাপের কারণে অনেক ক্ষেত্রে আমাদের বেশী সময় ধরে কাজ করতে হয়।
পোস্ট মাস্টার মো. শাহজাহান চৌধুরী জানান, প্রতি বছর চারবার করে ঊর্ধ্বতন কর্মকর্তারা ইন্সপেকশনে আসেন। প্রতিবার ইন্সপেকশনে জনবল সংকটের কথা জানানো হয়। যুগের সাথে সামঞ্জস্য রেখে দক্ষ ও কম্পিউটার জানা জনবল দরকার। পূর্বে নিয়োগপ্রাপ্ত অনেকে কম্পিউটার না জানার কারণে কাজে বিলম্ব হয়। বর্তমানে লেনদেনে সবকিছুই কম্পিউটারে নিয়ন্ত্রণ করা হয়। কম্পিউটার জানা লোক নিয়োগ দেয়া হলে এসব সমস্যার সমাধান হবে।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি