আজ

  • শুক্রবার
  • ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে মুজিববর্ষের ক্ষণগণনা শুরু

  • বিশেষ প্রতিবেদক
  • ফেনীতেও বর্ণাঢ্য আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু হয়েছে। শুক্রবার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষণগণনা উদ্বোধন করেন।

    এ সময় সরকারি-বেসরকারি সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি অংশগ্রহণ করেন। পরে শহীদ মিনার প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়ান জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।

    অ্যাডভোকেট সাইফুদ্দিন মজুমদার শাহীনের সঞ্চালনায় এ সময় ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পিকেএম এনামুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট আকরামুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. সুমনী আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট গোলাম জাকারিয়া, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রবিউল ইসলাম, সহকারি পুলিশ সুপার (ডিএসবি) খালেদ হোসেন, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, পিপি হাফেজ আহম্মদ, জিপি প্রিয়রঞ্জন দত্ত, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান একে শহীদ উল্যাহ খোন্দকার, মহিলা ভাইস চেয়ারম্যান জোসনা আরা জুসি, ফেনী মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন, ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটার ও নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক সহযোগি অধ্যাপক আজিজুর রহমান প্রমুখ কর্মসূচীতে অংশ নেন।

    এর আগে শহীদ মিনার প্রাঙ্গনে স্থাপিত ‘ক্ষণগণনা’ গড়ির সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের শহীদ মিনারে মিলিত হয়। সন্ধ্যায় বর্ণিল আতশবাজীর ঝলকে শহর মেতে উঠে। রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090