আজ

  • মঙ্গলবার
  • ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীতে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • শহর প্রতিনিধি
  • ফেনী শহরের বিরিঞ্চি এলাকায় অভিযান চালিয়ে ৫শ ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০ পুড়িয়া (৩৪০ গ্রাম) গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। ৯ জানুয়ারী বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়।

    ফেনীস্থ র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. নুরুজ্জামান জানান, র‌্যাব গোপন সংবাদের জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী ফেনী শহরের বিরিঞ্চি হাংকার রোড সংলগ্ন আবু তালেবের মালিকানধীণ দ্বিতল ভবন এর পার্শ্বে মো. ফখরুল ইসলামের ভাড়া করা টিনশেড বিল্ডিংয়ের কক্ষে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় চলছে। র‌্যাবের একটি দল মো. ফখরুল ইসলামের ভাড়া করা টিনশেড বিল্ডিংয়ে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা বিরিঞ্চি এলাকার মো. ফখরুল আলম (২৩), মো. আবুল হোসেন (২৭) কে আটক করে। আটককৃতদের ব্যাপক তল্লাশী করে ৫শ ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০ পুড়িয়া (৩৪০ গ্রাম) গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লাখ ৫৮ হাজার টাকা।

    আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মাদক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090