আজ

  • শুক্রবার
  • ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে ‘ছন্দে ছড়া আনন্দে পড়া’ বইয়ের মোড়ক উন্মোচন

  • শহর প্রতিনিধি
  • ফেনীতে কবি ও ছড়াকার মো. শাহ আলম রচিত ছড়ার বই “ছন্দে ছড়া আনন্দে পড়া” বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (০৯ অক্টোবর) সন্ধ্যায় শহরের একটি রেস্টুরেন্টের মিলনায়তনে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কবি শিখা সেন গুপ্তার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি ওবায়েদ মজুমদার। প্রধান আলোচক ছিলেন কবি জিয়া উদ্দিন বুলবুল।

    কবি বকুল আক্তার দরিয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও বলপয়েন্ট সাহিত্যজন এর কর্ণধার কবি মো. ইকবাল আলম, সাপ্তাহিক স্বদেশ পত্রের সম্পাদক এন. এন জীবন, কবি শাবিহ মাহমুদ, শিশুতোষ প্রকাশনী আজ আমাদের ছুটির প্রকাশক ফজলুল মল্লিক, কবি এডভোকেট গাজী তারেক আজিজ, কবি আবদুল ওয়াদুদ, কবি জামশেদ ইকবাল, কবি সাইফ ফরহাদী প্রমুখ।

    অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি নুর উন নবী, রুম্পা হক।
    বক্তারা মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শিশুদের ছড়ার বই “ছন্দে ছড়া আনন্দে পড়া” বইটির ভূয়সী প্রশংসা করেন।

    কবি ও ছড়াকার মো. শাহ আলম জানান,ছড়ার বইটি শিশুদের পড়ার উপযোগি করে লেখা হয়েছে। বাংলা ভাষার পাশাপাশি ইংরেজীতে অনুবাদ করা ছড়াগুলি শিশুদের মনে সাড়া জাগাবে।

    ফেনী ট্রিবিউন/এটি/এএএম


    error: Content is protected !! please contact me 01718066090