ফেনীর দাগনভূঞা উপজেলা পরিবার কার্যালয়ের বাইরে ময়লার স্তুপে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সরকারি পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন সামগ্রী।
স্থানীয়রা জানায়, সম্প্রতি বন্যা পরবর্তী দাগনভূঞা উপজেলা পরিবার কার্যালয়ের বাইরে ময়লার স্তুপে পরিত্যক্ত অবস্থায় মিশো পোস্টাল, সুখী বডি, আপন বডি ও সিরিঞ্জ পড়ে থাকতে দেখা গেছে। এসব গুরুত্বপূর্ণ সামগ্রী গুলো জনগণকে না দিয়ে ফেলে দেয়া সরকারের অপূরণীয় ক্ষতি হচ্ছে। সরকারের সম্পত্তি বিনিষ্টের ফলে জনগণ যথাযথ সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। এ বিষয়ে স্থানীয়রা উদ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
জানতে চাইলে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ করিম পরিবার পরিকল্পনা সামগ্রী পড়ে থাকার বিষয়ে তিনি কিছুই জানেন না। খবর নিয়ে দেখবেন বলে জানান।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি