আজ

  • শনিবার
  • ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে ৩য় বারের মতো শুরু হচ্ছে গণেশ পূজা

  • নয়ন মজুমদার
  • ফেনীতে ৩য় বারের মতো শুরু হচ্ছে গণেশ পূজা। আগামী ১২ ও ১৩ই সেপ্টেম্বর ফেনীর গণেশ পূজা উদযাপন কমিটির উদ্যোগে ফেনী জয়কালী মন্দিরে দুই দিনব্যাপী এই পূজা অনুষ্ঠিত হবে।

    পূজা উদযাপন কমিটি সূত্রে জানা গেছে, বিঘ্ন বিনাশক, সিদ্ধিদাতা, ধনদেবতা, জ্ঞানের দেবতা, বিজ্ঞানের দেবতা, গণেশ দেবের আগমন সকল ধরণের আসুরিক শক্তিকে পদ দলিত করে জাতিগত বিভেদ হিংসা হানাহানি ভুলে বাংলার আবহমান কালের অসম্প্রদায়িক ভ্রাতিত্বের বন্ধনে আবদ্ধ করতে ও প্রতিবছর শরৎকালে গণেশ দেবকে স্মরণ করতে এই পূজা অনুষ্ঠিত হয়। পূজা উপলক্ষে ধর্মীয় আলোচনা, মাতৃ পূজা, চিত্রাংকন,গীতার শ্লোক, সন্ধ্যায় আরতি ও ধর্মীয় বক্তৃতা প্রতিযোগীতার আয়োজন করা হবে। প্রতিযোগিতায় ১ম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নেবে। আরতি প্রতিযোগীতায় ছোট বড় সবাই অংশ নেবে।

    পূজা আয়োজক কমিটির সভাপতি, সাধারন সম্পাদক ও প্রচার সম্পাদক জানান, ফেনীতে ৩য় বারের মতো শুরু হচ্ছে গণেশ পূজা। সনাতনী মূল্যবোধ জাগ্রত করা ও ধর্মীয় কুসংস্কার দূর করার জন্য এই আয়োজন। তারা সকলকে উক্ত পূজায় অংশগ্রহণ করার আমন্ত্রন জানান।

    সম্পাদনা : এএএম/এনএম


    error: Content is protected !! please contact me 01718066090