আজ

  • রবিবার
  • ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আনন্দঘন আয়োজনে “এসএসসি-৯৯ ফেনী”র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • নিজস্ব প্রতিনিধি
  • “বন্ধুত্বের টানে, প্রাণের বন্ধনে আমরা” এসএসসি-৯৯ ফেনী’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দঘন নানা আয়োজনে ০৮ জুন শনিবার রাতে ফেনী শহরের হাজারী সড়কের আমেনা-সিরাজ কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে।

    এসএসসি-৯৯ ফেনী জেলার বর্ণাঢ্য এ আয়োজনে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. এস এস আর মাসুদ রানা, বীকন মডেল কলেজের প্রভাষক ও দীপ্ত টিভির প্রতিবেদক আবদুল্লাহ আল-মামুন, ইন্ডিপেনন্ডেন্ট টিভির ফেনী প্রতিনিধি সমীর উদ্দিন ভূঁইয়া, ফেনী জজ কোর্টের অ্যাডভোকেট টি.কে তুহিন ভূইয়া, ফেনী মডেল থানার এসআই কেশব, ফতেহপুর উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, সংগঠক শিপন হাজারী, রায়হান আশরাফ প্রমুখ।

    অনুষ্ঠানে পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন ও গানে গানে মাতিয়ে রাখেন “এসএসসি-৯৯ ফেনী”র বন্ধুরা। এসময় “এসএসসি-৯৯ ফেনী”র বন্ধুরাসহ স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। রাতে ডিনার শেষ হয় আয়োজন।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090