ফেনীর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ফেনী সাংস্কৃতিক পরিষদ এর উদ্যোগে ৮ মার্চ শনিবার লেখক, কবি, সাহিত্যিক, শিল্পী, অভিনয় শিল্পীদের নিয়ে স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ফেনী সাংস্কৃতিক পরিষদের পরিচালক এস. এম. মাছুম বিল্লাহ’র পরিচালনায় এতে সভাপতিত্ব করেন শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল এম একরামুল হক ভূঁইয়া।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাপ্তাহিক ফেনী সংবাদ এর প্রধান সম্পাদক ও প্রকাশক অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংস্কৃতিক পরিষদের প্রধান উপদেষ্টা মুফতি আব্দুল হান্নান, উপদেষ্টা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, ছড়াকার ও গীতিকার গাজী ছালেহ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন এডভোকেট আমিনুল হক ভূট্টু, শিল্পী আরিফ হোসেন, এডভোকেট এমদাদ হোসেন, কবি সাইফ ফরহাদি, মাওলানা নিজাম উদ্দিন আনছারী, অধ্যাপক কবি জাহাঙ্গীর আলম, কবি আফসার আলাউদ্দিন, সাংবাদিক মাহমুদুল হাসান, এডভোকেট জিয়াদ হাসান রাসেল, এডভোকেট আব্দুর রহিম মামুন, নুরুল কবির, শিল্পী সুলতান মাহমুদ ফারুকী, শিল্পী আইয়ুব আলী মামুন, সফিউল হক, ফজলুল মল্লিক, মোস্তফা মুহিত, কবির ছিদ্দিকী, শাহাদাত মাহমুদ ছিদ্দিকী প্রমুখ।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি