আজ

  • শনিবার
  • ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে উদীচীর গণসঙ্গীত প্রতিযোগীতা

  • নিজস্ব প্রতিনিধি
  • উদীচী শিল্পীগোষ্ঠী ফেনী জেলা শাখার আয়োজনে গতকাল সোমবার একাদশ সত্যেন সেন গণসঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠান হয়। শহরের ট্রাংক রোডের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ডক্টরস রিক্রিয়েশন ক্লাব মিলনায়তনে আয়োজিত গণসঙ্গীত প্রতিযোগিতার পাশাপাশি জেলা পর্যায়ে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

    সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ শিল্পীরা একক ও সমবেত কন্ঠে গণসঙ্গীত ও জাতীয় সঙ্গীত প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।
    প্রতিযোগিতা শেষে সমাপনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিজয়ী শিল্পীদের হাতে ক্রেষ্ট ও পুরস্কার তুলে দেন।

    জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি মোমেনুল হকের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর জয়নাল হাজারী কলেজের অধ্যক্ষ মো. আবদুল হালিম। শিল্পী ও উদীচীর সংগঠক মৌসুমী সোমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনীর প্রবীন সাংবাদিক মো. আবু তাহের। স্বাগত বক্তব্য রাখেন জেলা উদীচীর সাধারণ সম্পাদক শাওন চক্রবর্তী।

    গণসঙ্গীত প্রতিযোগিতায় বিজয়ীরা আগামী ২১ মার্চ রাঙ্গামাটিতে অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে ১১তম সত্যেন সেন গণসঙ্গীত প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090