জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ফেনীর মহিপালে হাজীপাড়া ক্রীড়াচক্রের আয়োজনে বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি প্রতিযোগীতা উদ্বোধন করা হয়েছে। সোমবার রাতে ফেনী পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী কাবাডি খেলা উদ্বোধন করেন।
হাজীপাড়া ক্রীড়া চক্রের সভাপতি ও সাপ্তাহিক কলকন্ঠের রিপোর্টার মাঈন উদ্দিন সুমনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সহ-সভাপতি তৌহিদুর রহমান হানিফ, দৈনিক আমাদের নতুন সময় ফেনী প্রতিনিধি এম.এমরান পাটোয়ারী, দ্য ডেইলি সান ফেনী প্রতিনিধি আবদুল্লাহ আল-মামুন, দৈনিক অজেয় বাংলা সহ-সম্পাদক সুরঞ্জিত নাগ, সময় টিভির ভিডিও সাংবাাদিক জুলহাস তালুুকদার, এনটিভির ভিডিও সাংবাদিক তোফায়েল আহমেদ নিলয়, এটিএন নিউজ ভিডিও সাংবাদিক লিংকনসহ হাজীপাড়া ক্রীড়া চক্রের উপদেস্টা হাজী এয়াকুব ও স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে আটটি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় মিজান ফুচকা বনাম করিম এন্টারপ্রাইজ মুখোমুখি হয়। এতে মিজান ফুচকা বিজয় লাভ করে।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এমপি