সড়কে শৃঙ্খলা ফেরাতে ফেনীর দক্ষিণাঞ্চলের সিএনজি অটোরিক্্রা ও ইমা গাড়ির ড্রাইভারদের নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেছে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ৯ মার্চ (সোমবার) সকালে ফেনী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. মানিক ভূঁইয়া।
এ সময় তিনি ট্রাংক রোডে যানজট নিরসনে শৃঙ্খলা বজায় রাখার জন্য চালকদের আহবান জানান। তিনি বলেন, সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত খেঁজুর চত্ত্বর থেকে মডেল স্কুল পর্যন্ত এখন থেকে কোনো সিএনজি দাঁড়াবে না। নির্দিষ্ট স্ট্যান্ড থেকে যাত্রী বহন করতে হবে।
এ সময় চালকদের দাবির পরিপ্রেক্ষিতে লালপোলে এখন থেকে কোনো সিএনজি অটোরিক্্রা এবং ইমা গাড়িকে কোনো চাঁদা দেয়া যাবে না বলে ঘোষণা দেন।
এছাড়াও গাড়ির হেডলাইটের উপরের অংশে কালো রং দিতে চালকদের অনুরোধ করেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি