ফেনীতে মাদক সেবনের অপরাধে দুইজনকে কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান। সোমবার দুপুরে শহরের জেল রোড সংলগ্ন সমবায় মার্কেটের সামনে এই কারাদন্ড ও অর্থদন্ড দেয়া হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান জানান, দুপুরে শহরের জেল রোড সংলগ্ন সমবায় মার্কেটের সামনে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় মাদক সেবনের অপরাধে দুই জনের কারাদন্ড এ অর্থদন্ড প্রদান করা হয়। মাদক সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে ফেনীর মো. হাসান ও বাগেরহাটের মোরেলগঞ্জের মো. শুক্কুর প্রকাশ সোহেল কে ২১ দিন করে কারাদন্ড এবং একশত টাকা করে জরিমানা করা হয়।
অভিযানে সহায়তা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলা শাখার পরিদর্শক অমর কুমার সেন ও অন্যান্য সদস্যরা।
ফেনী ট্রিবিউন/এএএম/এপি/এটি