কবি মোহাম্মদ কুতুবউদ্দিন এর ‘একটি অনিবার্য অধিবেশনের ডাক’ বইয়ের পাঠ উন্মোচন ও পর্যালোচনা ০৮ ফেব্রæয়ারী শনিবার ঢাকাস্থ ফেনী সমিতি অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়েছে।
কবি আরিফ মঈনুদ্দিন সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দৈনিক নয়াদিগন্তের সাহিত্য সম্পাদক ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম কবি জাকির আবু জাফর।
পাঠ উন্মোচন ও পর্যালোচনার উদ্বোধন করেন কবিতার বরপুত্র কবি শাহীন রেজা। প্রধান আলোচক ছিলেন কবি খুরশিদ আলম সাগর।
বিশেষ অতিথি ছিলেন কবি এ বি এম সোহেল রশিদ, কবি আসাদ কাজল, সম্পাদক ও লেখক প্রিন্সিপাল এম এ হোসেন, বিশিষ্ট সংগঠক ও ব্যাংকার মঞ্জুরুল আলম টিপু।
লেখক ও সংগঠক নূর শাহ মোহাম্মদ আজাদ সঞ্চালনায় বক্তব্য রাখেন, ডক্টর আবুল বাশার, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক তাজুল ইসলাম লিটন, আমিনুল ইসলাম, ঢাকাস্থ দাগনভূঞা বø্যান্ড ডোনেশানের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা, একটি অনিবার্য অধিবেশনের ডাক বইয়ের নামকরণের স্বার্থকতা ও উদ্দেশ্য নিয়ে বিশদ আলোচনা করেন। তারা আরো বলেন, কবি মোহাম্মমদ কুতুবউদ্দিন তার লেখনিতে সমাজ, রাষ্ট্র এবং মানব জীবনের কল্যানের কথা তুলে ধরার চেষ্টা করেছেন। তার লেখনির মাধ্যমে কিছু দিক নির্দেশনাও দিয়েছে।
কবি মোহাম্মদ কুতুব উদ্দিনের ‘একটি অনিবার্য অধিবেশনের ডাক’ ছাড়াও আরো কয়েকটি বই প্রকাশিত হয়েছে। বইগুলো হলো ‘জাগো হে মুমিন’ ও ‘খুকুমনির বায়না’। বইগুলো প্রকাশিত হয়েছে সাহিত্যদেশ প্রকাশনা থেকে।
কবি মোহাম্মদ কুতুবউদ্দিনের ‘একটি অনিবার্য অধিবেশনের ডাক’, ‘জাগো হে মুমিন’ ও ‘খুকুমনির বায়না’ কবিতার বইগুলো অমর একুশে গ্রন্থ মেলা ২০২৫ এর ৫৯৪-৫৯৫নং স্টল সাহিত্যদেশ এ পাওয়া যাচ্ছে।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি