ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের আবদুল নবী গ্রামের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম প্রকাশ বদু মিয়া রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তিনি বৃহস্পতিবার (৯ জানুয়ারী) ভোরে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৩ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
একইদিন বিকাল তিনটায় কোরাইশমুন্সি ঈদগাহ মাঠে জানাযা শেষে মরহুমের লাশ রাষ্ট্রীয় মার্যাদায় দাফন করা হয়। জানাযা পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসানের উপস্থিতিতে গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় দাগনভূঞা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শরিয়ত উল্ল্যাহ বাঙ্গালী, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ভূঞা, জেলা পরিষদের সদস্য গিয়াস উদ্দিন বিএ, মাওলানা বেলাল হোসেন, মরহুমের ছোট ভাই জাকের হোসেনসহ বহু আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম প্রকাশ বদু মিয়া দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞার বেয়াই।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি