আজ

  • শুক্রবার
  • ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে খেলাফত মজলিশ প্রার্থীর মতবিনিময়

  • নিজস্ব প্রতিনিধি
  • সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ফেনী -৩ আসনে খেলাফত মজলিশের মনোনয়ন প্রার্থী হাফেজ মাওলানা এনামুল হক মুসা। রবিবার শহরের একটি রেষ্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় নিজদলীয় প্রার্থীর পক্ষে ভোট চান নেতারা।

    এসময় বাংলাদেশ খেলাফত মজলিশ ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা জসিম উদ্দিন এলাহী, সহ-সভাপতি মাওলানা আমির হোসেন, মাওলানা দেলোয়ার হোসেন, ফেনী জেলা সেক্রটারী মাওলানা নূরুন নবী, নোয়াখালী জেলা সেক্রেটারী মাওলানা আবদুল কাইয়ূম মামুন, ফেনী জেলা সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, সোনাগাজী উপজেলা খেলাফত মজলিশের সভাপতি মুফতি মাওলানা আবদুর রহমান, সহ-সভাপতি মাওলানা নূরুল আলম, সেক্রেটারী মাওলানা আশ্রাফ আলী, ছাগলনাইয়া উপজেলা সভাপতি মাওলানা আবুল কাশেম ও ফেনী জেলা বায়তুল মাল সম্পাদক মাওলান জামাল উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।

    মতবিনিময় কালে হাফেজ মাওলানা এনামুল হক মুসা বলেন, ইসলাম শান্তির ধর্ম। খেলাফতের মাধ্যমে আল্লাহর জমিনে ইসলাম কায়েম ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তার নেতৃত্বে বাংলাদেশ খেলাফত মজলিশের তৃণমূল নেতাকর্মীরা সুসংগঠিত রয়েছে। তিনি নির্বাচিত হলে ফেনীবাসীর অভুত উন্নয়ন সাধন করবেন। নির্বাচন কমিশনের নিবন্ধিত তার দলীয় প্রতীক রিকশা।

    উল্লেখ্য, হাফেজ মাও. এনামুল হক মুসা কেন্দ্রীয় ছাত্রমজলিশের সাবেক সভাপতি ও বর্তমান ঢাকা মহানগর খেলাফত মজলিশের সভাপতি হিসেবে দায়ীত্ব পালন করছেন।

    সম্পাদনা : এএএম/আরএইচ


    error: Content is protected !! please contact me 01718066090