জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে এবং পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এর সুপারিশে ইতোপূর্বে অনুমোদিত ফেনী জেলা শাখার আহ্বায়ক নাজমা আক্তার এমপি এর পরিবর্তে ঘোষিত আহ্বায়ক কমিটির ১নং সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোতাহের হোসেন চৌধুরী রাশেদ’কে আহ্বায়ক হিসেবে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দায়িত্ব প্রদান করেন এবং খন্দকার নুর নবীকে নতুন সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করেন।
জাতীয় পার্টি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, এর আগে নবগঠিত জেলা কমিটির আহবায়ক নাজমা আক্তার এমপি গত ৬ সেপ্টেম্বর পারিবারিক কারণ দেখিয়ে আহবায়ক পদ থেকে পদত্যাগ করেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি