মানবতার সেবায় নিবেদিত দেশের অন্যতম সেবাধর্মী প্রতিষ্ঠান আঞ্জুমান মফিদুল ইসলাম ফেনীর নতুন কার্যকরী পরিষদ গঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটায় শহরের ডাক্তার পাড়াস্থ প্রতিষ্ঠানের কার্যালয়ে বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতিতে আঞ্জুমান মফিদুল ইসলাম, ফেনী শাখার কার্যকরী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় সর্বসস্মত সিদ্ধান্তক্রমে আগামী চার বছরের জন্য নতুন কার্যকরী পরিষদ গঠিত হয়।
বিশিষ্ট সমাজসেবক এডভোকেট মো. নুরুল আমিন খান সভাপতি, নিবেদিত সমাজসেবক ওমর ফারুক ভূঁইয়া বেলাল সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট আইনজীবি এডভোকেট মেজবাহ উদ্দিন মোর্শেদকে কোষাধ্যক্ষ করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠিত হয়।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি