ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে সর্বজনীন সোসাইটি আয়োজিত মতবিনিময় সভা শুক্রবার বিকালে চন্দ্রপুর মধ্যমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বজনীন সোসাইটির নতুন কমিটি ঘোষনা করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী পশ্চিমাঞ্চল কমিউনিটির সভাপতি আলহাজ্ব আবুল কাশেম। সর্বজনীন সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আবদুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী পশ্চিমাঞ্চল কমিউনিটির সহ-সভাপতি শেখ আহাম্মদ ভূঞা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী হক সাহেব, কোরাইশমুন্সি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক, দীপ্ত টিভি ও ডেইলী সানের ফেনী প্রতিনিধি আবদুল্লাহ আল-মামুন, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার ফেনী প্রতিনিধি শাহজালাল ভূঞা, সর্বজনীন সোসাইটির উদ্যোক্তা বিশিষ্ট ব্যবসায়ী এম এ করিম।
সর্বজনীন সোসাইটির প্রধান এ্যাম্বাসেটর আবু সাঈদ এর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাস্টার ইস্্রাফিল আলম, সমাজসেবক শাহ আলম, নুরুল ইসলাম, মনসুর আহমেদ, ব্যবসায়ী ইমাম উদ্দিন, ফায়ার সার্ভিস কর্মকর্তা আবুল হাশেম বাচ্চু, ব্যবসায়ী কামরুজ্জামান, চন্দ্রপুর মধ্যমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা জাহিদুল ইসলাম, সমাজসেবক আবদুল হক ডিলার, আবদুল মজিদ, কাশেম মেম্বার।
অনুষ্ঠানে আবু নাসের রাসেল (আহবায়ক), আবদুল্লাহ আল শাহরিয়া (সদস্য সচিব) করে ৩২ সদস্য বিশিষ্ট নবগঠিত আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
এছাড়া অনুষ্ঠানে কোরাইশমুন্সি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক সর্বজনীন সোসাইটির সকল সদস্যকে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান।
ফেনী ট্রিবিউন/এটি/এএএম