ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের সাপুয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা। এতে দাগনভূঞা উপজেলা বিএনপির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী বাকী বিল্লাহ নওশাদকে সভাপতি মনোনীত করা হয়েছে।
গত ৬ এপ্রিল বোর্ডের বিদ্যালয় পরিদর্শক এর স্বাক্ষর করা সাপুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
তাছাড়া পদাধিকারবলে প্রধান শিক্ষক সামছুল আরেফিনকে সচস্য সচিব, জসিম উদ্দিনকে অভিভাবক প্রতিনিধি ও বাবুল ইসলামকে শিক্ষক প্রতিনিধি করা হয়।
বাকী বিল্লাহ নওশাদ সাপুয়া গ্রামের সফর আলী মৌলভী বাড়ির মরহুম হাফেজ নেছারুল হকের ২য় সন্তান। এছাড়া তিনি দীর্ঘদিন ব্যবসার পাশাপাশি সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। তিনি সাপুয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন এলামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি সামাজিক সংগঠন ’বন্ধুর বন্ধন’ ফেনী সদর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
এদিকে বাকী বিল্লাহ নওশাদ সভাপতি মনোনীত হওয়ায় বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি