ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা। এতে দাগনভূঞা উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন ভূঞা হুদনকে সভাপতি মনোনীত করা হয়েছে।
গত ৬ এপ্রিল বোর্ডের বিদ্যালয় পরিদর্শক এর স্বাক্ষর করা প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
তাছাড়া পদাধিকারবলে প্রধান শিক্ষক গোলাম কিবরিয়াকে সচস্য সচিব, মো. ফজলুল হককে অভিভাবক প্রতিনিধি ও মো. আবদুর রহমানকে শিক্ষক প্রতিনিধি করা হয়।
নিজাম উদ্দিন ভূঞা হুদন জগতপুর গ্রামের ভূঁইয়া বাড়ির মরহুম ইসহাক ভূঞার কনিষ্ঠ সন্তান। এছাড়া তিনি দীর্ঘদিন রাজনীতি, ব্যবসায়ের পাশাপাশি সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। তিনি সেন্টার ফর ডেভলপমেন্ট সোসাইটি (সিডিএস) এর সভাপতি, দাগনভূঞা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, দাগনভূঞা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। ২০১১ ও ২০১৬ সালে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
এদিকে নিজাম উদ্দিন ভূঞা হুদন সভাপতি মনোনীত হওয়ায় বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি