আজ

  • সোমবার
  • ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

গজারিয়া হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া

  • মো. জাকির হোসেন
  • ফেনীর দাগনভূঞা উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গজারিয়া হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান ৮ এপ্রিল মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী, গজারিয়া হাই স্কুল পরিচালনা কমিটির সভাপতি মেজবাহ্ উদ্দিন সাঈদ।

    গজারিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক আলী আশরাফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্কুলের উদ্যোক্তা মো. নুর নবী, গজারিয়া বাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবদুল মতিন ভূঁইয়া, ভূঁইয়া হস্তশিল্পের স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবক সাহাব উদ্দিন ভূঁইয়া, যুবদল নেতা একরাম হোসেন মানিক, সিলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেব, সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আরিফুর রহমান, গজারিয়া হাই স্কুল পরিচালনা কমিটির সদস্য বিএনপি নেতা মহি উদ্দিন মিন্টু।

    স্কুলের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন মধ্যম জয়নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আবু সাঈদ, প্রত্যয় ব্লাড ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক হাসিবুল হাসান, গজারিয়া হাই স্কুলের সিনিয়র শিক্ষক আতিকুল ইসলাম, এসএসসি পরীক্ষার্থী পূজা রানী সূত্রধর, অষ্টম শ্রেণির ছাত্র তাহমিদ হোসেন ইফাজ। মানপত্র পাঠ করেন স্কুলের শিক্ষার্থী সানজিদা ইয়াসমিন।

    এসময় উপস্থিত ছিলেন বিকিরণ কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক ও ডেইলী সানের দাগনভূঞা প্রতিনিধি মো. জাকির হোসেন, ওমরাবাদ সমাজকল্যাণ সংস্থার সহ-সভাপতি মাহবুবুর রহমান আজাদ, গজারিয়া বাজারের ব্যবসায়ী আবদুল মান্নান, বিশিষ্ট শিক্ষানুরাগী জামাল উদ্দিন ভূঁইয়া, সমাজসেবক আমির হোসেন, প্রবাসী জসিম উদ্দিন, সাহাব উদ্দিন, সমাজসেবক মনিরুল আজিম, বিশিষ্ট ব্যবসায়ী রফিক মিয়া, শিক্ষানুরাগী সানাহ উল্লাহ, সমাজসেবক নুর আলম, প্রবাসী মিলন, শিক্ষানুরাগী হুমায়ুন কবির সোহাগ, ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন সোহেল, গজারিয়া বাজারের ব্যবসায়ী নুরুল ইসলাম সবুজ, মদিনা বেকারীর স্বত্বাধিকারী সাইফুল ইসলাম, শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    অনুষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। বিদায়ী পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।

    অনুষ্ঠানে প্রধান অতিথি মেজবাহ্ উদ্দিন সাঈদ তার বক্তব্যে বলেন, গজারিয়া হাই স্কুলের প্রতিষ্ঠাতা মরহুম ড. রুহুল আমিন স্কুলের জন্য অকাতরে তার ভিটেবাড়ি দান করে দিয়েছেন। এত বড় ত্যাগের জন্য মহান আল্লাহ মরহুমকে জান্নাতবাসী করুন। আমাকে আপনারা যে দায়িত্বভার দিয়েছেন। আমি সাধ্য অনুযায়ী এই স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। এলাকাবাসী সহ সবার আন্তরিক প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান একদিন তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাবে ইনশাআল্লাহ।

    শেষে এসএসসির পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুর রহমান চাঁনমিয়া।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090