ফেনীর সোনাগাজীতে সাফিয়া আশরাফ ফোরকানিয়া মক্তবের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ইসমাঈল পুর গ্রামের মক্তব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
সাফিয়া আশরাফ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠানটির শিক্ষক আবু রায়হানের সার্বিক তত্বাবধানে মক্তবের ছাত্র-ছাত্রীদের মাঝে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার তিনটি ইভেন্টে ৯ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
এসময় বক্তারা বলেন, সাধারণত মক্তবের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ তেমন একটা দেখা যায় না। এটি ব্যতিক্রম উদ্যোগ। যা ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশে বেশ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের ভবিষ্যতে সাফল্যে মনোবল বৃদ্ধি করবে। এর ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে।
সাফিয়া আশরাফ ফোরকানিয়া মক্তবের প্রতিষ্ঠাতা মাওলানা আশরাফ আলীর সভাপতিত্বে মৌলভী আক্তারুজ্জামান জামে মসজিদের খতিব আবদুল্লাহ ফয়সাল ফাহাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন মতিগঞ্জ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবুল বাশার, পল্লী চিকিৎসক মিজানুর রহমান, বিশিষ্ট সংগঠক সাইফুদ্দিন দোলন, মাষ্টার সাইফুজ্জাম, হাফেজ ওমর ফারুক।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন এ্যাডভোকেট জিয়াউল হায়দার ফরহাদ। এতে উপস্থিত ছিলেন সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক ও সমাজের বিশিষ্ট গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মৌলভী আক্তারুজ্জামান জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মজিবুল হক।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি