ফেনী সদরের উত্তর ধলিয়া বাগেরহাটে মনু মিজি বাড়ী স্পোটিং ক্লাব কর্তৃক আয়োজিত শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় ভাই-বন্ধু একাদশ প্রথমে ব্যাট করতে নেমে ১০৪ রান সংগ্রহ করে জবাবে যমুনা স্পোর্টিং ক্লাব ৭৬ রানে অলআউট হয়ে যায়। ফলে ভাই-বন্ধু একাদশ-যমুনা স্পোর্টিং ক্লাবকে ২৮ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সৌদি আরব প্রবাসী মো. ফজলুল হকের সভাপতিত্বে ও কুয়েত প্রবাসী মো. শাহাজাহানের পৃষ্ঠপোষকতায়
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল।
টুর্নামেন্টের সমন্বয়ক দেলোয়ার হোসেন ও মো. রিয়াদের যৌথ সঞ্চালনায় এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর ফেনীর নিজস্ব প্রতিবেদক মুক্তিযোদ্ধা আবু তাহের।
বিশেষ অতিথি ছিলেন ধলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার আহাম্মদ মুন্সী, ফেনী সদর উপজেলা কৃষক লীগের সভাপতি মজিবুল রহমান ভুলু, নিউ বাগেরহাট পোল্ট্রির পরিচালক ও ধলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মীর মোশারফ হোসেন, ধলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. নুরুল আলম রনি, দৈনিক অজেয় বাংলার স্টাফ রিপোর্টার ও কাজী এগ্রো টিভির জেলা প্রতিনিধি শেখ আশিকুন্নবী সজীব।
এতে আরও উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম,দৈনিক প্রভাত আলোর স্টাফ রিপোর্টার হারুনুর রশীদ মৃধা, প্রথম আলো ফেনী বন্ধু সভার যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান চৌধুরী, দপ্তর সম্পাদক সুশান্ত দাস প্রমুখ।
সার্বিক সহযোগীতায় ছিলেন টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য মো. মাহফুজ, এমদাদুল হক অপু, মো. শাহাদাত হোসেন সজিব, নাদিম।
টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ছিল কাজী এগ্রো টিভি, দৈনিক অজেয় বাংলা, দৈনিক ফেনী, দৈনিক প্রভাত আলো ও ফেনী ট্রিবিউন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি