ফেনী পৌরসভার নব-নির্বাচিত মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ফেনী স্বনামধস্য গ্রুপ অব কোম্পানী হাজী নজির আহমদ গ্রুপ।
০৮ মার্চ সোমবার পৌর মেয়রের কার্যালয়ের ফুলেল শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন হাজী নজির আহমদ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব নুর উদ্দিন ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব নুর আজম, ফেনী পৌরসভার প্যানেল মেয়র-২ জয়নাল আবদীন হাজারী লিটন, কাউন্সিলর আমির হোসেন বাহার, ফেনী জামেয়া হোসাইনিয়া মাদ্রাসা ও এতিমখানার মোহতামিম মাওলানা ফজলুল হক ও ব্যবসায়ী আবু তাহের।
এ সময় নজির আহমদ গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নব-নির্বাচিত মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি