আজ

  • বৃহস্পতিবার
  • ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

সোনাগাজীতে মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক আটক

  • সোনাগাজী প্রতিনিধি
  • ফেনীর সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের উত্তর চর মজলিশপুর গ্রামে মাদক বিরোধী অভিযানে ৫২ পিস ইয়াবাসহ যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

    জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন জানান, সোনাগাজী উপজেলার উত্তর চর মজলিশপুর গ্রামের মাষ্টার শরিয়ত উল্যাহর নতুন বাড়িতে ইয়াবা মজুদের গোপন সংবাদে খবর পেয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযান চালায়। এ সময় শরিয়ত উল্যার ছোট ছেলে দিদার হোসেন রাজিব (২১) এর দেহ ও রুমে তল্লাসী করে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা খাওয়ার সরঞ্জাম ও তিন পুরিয়া গাঁজা উদ্ধার করে।
    রাজিব দীর্ঘদিন অত্র এলাকায় ইয়াবা বিক্রি করে আসছে। এছাড়াও সে ইয়াবা সেবন করে এলাকায় মাতলামি করে বেড়াত এতে এলাকার মানুষ তার মাতলামিতে অতিষ্ঠ হয়ে উঠে। আটককৃত রাজিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছেন।

    অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক আবুল বাশার, সায়েম মিয়াসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি


    error: Content is protected !! please contact me 01718066090