আজ

  • শুক্রবার
  • ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পরশুরামে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে জরিমানা

  • পরশুরাম প্রতিনিধি
  • ফেনীর পরশুরামে মিষ্টির দোকানে তৈরি করা মিষ্টিতে মরা মাছি থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) বিকালে ভোক্তা অধিকার ফেনীর সহকারী পরিচালক সোহেল চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

    এ ব্যাপারে সোহেল চাকমা জানান, দীর্ঘদিন যাবত পরশুরাম বাজারে মেসাস অতুল মজুমদার মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও বিক্রি করে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকালে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও তৈরি করা মিষ্টিতে মরা মাছি থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আফিফা সিদ্দিকাসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।

    ফেনী ট্রিবিউন/এএএম/এসআই


    error: Content is protected !! please contact me 01718066090