আজ

  • বৃহস্পতিবার
  • ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীতে ঝরে পড়া রোধে দিনব্যাপী কর্মশালা

  • নিজস্ব প্রতিনিধি
  • প্রাথমিক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বুধবার দুপুরে ফেনী শহরের একটি রেস্তোঁরা মিলনায়তনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।

    বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. সুমনী আক্তার, আশা কেন্দ্রীয় কার্যালয়ের ডিরেক্টর (প্রোগ্রাম) হামিদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুর রহমান। সভাপতিত্ব করেন আশা ফেনী জেলা ব্যবস্থাপক মো. তাজুল ইসলাম।

    কর্মশালায় ৭৬ জন শিক্ষা সেবিকা, আশার’র আঞ্চলিক ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক, শিক্ষা সুপারভাইজার অংশ নেন।

    বেসরকারি উন্নয়ন সংস্থা আশা এনজিও আয়োজনে দিনব্যাপী কর্মশালায় শিক্ষার্থীদের ঝরে পড়া হ্রাস করা, নিম্ন ও নিম্নমধ্যবিত্ত শ্রেণির শিক্ষার্থীদের বিদ্যালয়ের দেওয়া পাঠ আয়ত্তে করতে সহায়তা করা, প্রাক-প্রাথমিক পরিচর্যার মাধ্যমে প্রাথমিক স্তরে ভর্তির জন্য নতুন শিক্ষার্থীদের প্রস্তুত করা এবং প্রাথমিক পর্যায়ের শিক্ষার মান উন্নয়নে সহায়তা করার বিষয়ে বিশদ আলোচনা হয়।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি


    error: Content is protected !! please contact me 01718066090