বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী শহর শাখার উদ্যোগে গতকাল শহরের দারুল ইসলাম ভবনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে।
শহর আমীর মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কুমিল্লা অঞ্চলের টীম সদস্য ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য একেএম শামছুদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন জামায়াতের ফেনী জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান, প্রচার সম্পাদক আনম আবদুর রহিম।
শহর শাখার সহকারী সেক্রেটারী মাওলানা সামাউন হাসানের সন্চালনায় এতে আরো বক্তব্য রাখেন শহর শাখার সেক্রেটারী ইন্জিনিয়ার নজরুল ইসলাম প্রমুখ।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি