আজ

  • সোমবার
  • ২৭শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনী পৌর মেয়রকে উষ্ণ অভ্যর্থনা জানালো হাজী আফজাল রহমান সড়কের বাসিন্দারা

  • জাবেদ ইকবাল
  • দেশের স্মার্ট পৌর এলাকা হিসেবে হারহামেশায় খবরের পাতার আলোচনায় থাকে ফেনী পৌরসভা। আর এর পিছনের কারিগর পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। যদিও তিনি কখনোই এর দাবি করেন না, নিজেকে জনমানুষের সেবক মনে করেন এবং আমৃত্যু দেশের মানুষের সেবা করে চান। মেয়রের এমন তৎপরতার জন্য সারা শহর জুড়ে বেশ সুনামও রয়েছে।

    বর্তমানে শহরের যেসব এলাকায় রাস্তাঘাট অবহেলিত রয়েছে সেসব খুঁজে খুঁজে তা সংস্কারের করা মেয়রের অন্যতম কাজের মধ্যে একটি। তেমনি সোমবার বিকেলে ছুটে যান শহরের একাডেমি এলাকার হাজী আফজাল রহমান সড়কে। পায়ে হেটে অলি গলি ঘুরে দেখে অবাক হন মেয়র নিজেই। সাথে ছিলেন এলাকার বর্তমান কমিশনার জয়নাল আবেদীন লিটন হাজারী। মেয়রের আসার খবর পেয়ে রাস্তার দুপাশের ধারে অবস্থান নেন এলাকাবাসী। ফুলের তোড়া দিয়ে স্বাগত জানিয়ে তুলে ধরেন সমস্যার কথা। এলাকাবাসীর এমন উষ্ণ অভ্যর্থনা পেয়ে একে একে এলাকাবাসীর অভিযোগ গুলো শুনেন মেয়র এবং সমাধানের আশ্বাস দেন।

    এসময় আফজাল রহমান সড়কে বড় বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একাধিক নারী অভিযোগ করেন, তাদের বাড়ির সামনের মাটির রাস্তাটি ভেঙেছে অন্তত এক যুগ আগে। কিন্তু কখনোই ঠিক করার উদ্যোগ নেওয়া হয়নি। এই রাস্তা দিয়ে বর্তমানে সিএনজি চালিত অটোরিকশা যাওয়ারও সুযোগ নেই। আর বর্ষাকালে এই রাস্তা পানিতে ডুবে খালে পরিণত হয়। ফলে এলাকার ছেলে-মেয়েদের স্কুলে যাওয়া দুষ্কর হয়ে পড়ে।

    আরেক নারী বলেন, আমরা অসুস্থ হলে এখান থেকে গাড়ি পাই না। কারণ এই রাস্তায় রিকশাও আসতে পারে না। আর বর্ষায় হাটাচলা তো কষ্টসাধ্য।

    ৫নং ওয়ার্ডের কমিশনার জয়নাল আবেদীন লিটন হাজারী বলেন, মেয়রের নির্দেশে শিগগিরই সড়কে মেরামতের কাজ শুরু হবে।

    মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, রাস্তাটি সংস্করণ হলে নারী-শিশু থেকে শুরু করে সবাই এই করূন দুদর্শা থেকে মুক্তি পাবেন, সেই নিদর্শনা দেয়া হয়েছে।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090