আজ

  • বৃহস্পতিবার
  • ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘মুহুরী সেচ প্রকল্পের আধুনিকায়ন ও পুনর্বাসনে ৫৮০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে সরকার’

  • নিজস্ব প্রতিবেদক
  • পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, দেশের দ্বিতীয় বৃহত্তম মুহুরী সেচ প্রকল্পের আধুনিকায়ন ও পুনর্বাসনে ৫৮০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। এ প্রকল্পের মধ্যে রয়েছে ৪২২ কিলোমিটার খাল পুন:খনন ও সংস্কার, ২৩ কিলোমিটার বেড়িবাঁধ পুনর্বাসন ও পুনরাকৃতিকরণ। ১৩টি রেগুলেটর নির্মাণ ও সংস্কার। এছাড়াও প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়ের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের যে উদ্যোগ সে কার্যক্রমকে সফল করতে মুহুরী সেচ প্রকল্পের ভুগর্ভস্থ পাইপ লাইনের সেচ পাম্প পরিচালনার জন্য ১৮০ কিলোমিটার বিদ্যুৎ বিতরণ লাইন নির্মাণ করা হবে। এ ব্যবস্থার মাধ্যমে সুষ্ঠু পরিচালনা ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে বৈদ্যুতিক পাম্পের সাহায্যে কৃষকেরা প্রি-পেইড মিটার ব্যবহার করে পানির অপচয় রোধ করতে পারবে। তিনি বলেন, এ প্রকল্পের সুষ্ঠু পরিচালনা ও রক্ষণাবেক্ষণের মাধ্যমের প্রকল্প এলাকার মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করবে। শুক্রবার ফেনীর সোনাগাজীর মুহুরী সেচ প্রকল্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

    এ সময় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল পারভেজ, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. জহির উদ্দিন, তত্ত্ববধায়ক প্রকৌশলী শাহজাহান সিরাজ, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নুরুন্নবী, আখতার হোসেন মজুমদার, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী নুরুল আফসার, কামরুল হাসানসহ পানি সম্পদ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    সম্পাদনা : এএএম/এপি


    error: Content is protected !! please contact me 01718066090