নুর আলম পাটোয়ারী ও মির্জা সামছুল আলমের বিরুদ্ধে ফেনীর ছাগলনাইয়া পৌরসভার মির্জার বাজার গরুরহাটের জায়গায় অবৈধভাবে রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
অপরদিকে বাজারের দক্ষিণ পাশের মির্জা সামছুল আলমের করা রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ পৌর যুবলীগের সভাপতি কাজী নুরুল আলমের বিরুদ্ধে।
এ ঘটনায় যুবলীগ নেতা কাজী নুরুল আলমসহ পাঁচজনের নামোল্লেখসহ অজ্ঞাত ১৫-২০ জনের নামে থানায় অভিযোগ দিয়েছে মির্জা সামছুল।
ব্যবসায়ীদের প্রতি প্রভাবশালীদের বিরূপ আচরণ ও স্থানীদের মধ্যে দ্বন্দ্ব সঙ্ঘাতের জেরে কয়েক বছর ধরে ঐতিহাসিক মির্জার বাজারে গরুরহাট বসে না। গরুরহাট না বসার সুযোগে নিজেদের সুবিধামতো জায়গা দখলে নিয়ে রাস্তা তৈরি, কাঠ, ইট-বালুর বাজার বসিয়েছে স্থানীয় প্রভাবশালীরা।
গত ২৬ মার্চ দুই পক্ষ বাজারের দুইপাশে ইটের সলিং করে দুইটি রাস্তা তৈরি করে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষের কথা শোনা যায়।
গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে হুমকি-ধামকি দিয়ে ছাগলনাইয়া পৌর যুবলীগের সভাপতি কাজী নুরুল আলম ও আলম পাটোয়ারীর নেতৃত্বে ১৫-২০ জন একত্র হয়ে মির্জা সামছুল আলমের করা রাস্তার সলিং তুলে ফেলে বলে অভিযোগ করা হয়েছে।
ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের জানান, সরকারি জায়গা দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি