আজ

  • শুক্রবার
  • ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দ্রুত এগিয়ে চলেছে ফেনী ইউনিভার্সিটির মূল ক্যাম্পাসের মাটি ভরাটের কাজ

  • বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • ফেনী ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের ৪৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মার্চ) সন্ধ্যায় গুলশান ক্লাবের রজনীগন্ধা হলে ফেনী ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

    তার আগে একই হলে ডিগিং অ্যান্ড ল্যান্ড ডেভেলপমেন্ট কমিটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্ষার আগেই বিশ্ববিদ্যালয়ের সাড়ে দশ একর জায়গাতে মাটি ভরাটের কাজ সম্পন্ন করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়। পরে বোর্ড অব ট্রাস্টিজের মিটিংয়ে সেই সিদ্ধান্তের অনুমোদন দেয়া হয়। এছাড়া সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে নতুন সফটওয়ার ল্যাব স্থাপনের অনুমোদন দেয়া হয়েছে। সভায় ডকুমেন্টারি তৈরি, নোয়াখালী রুটে সার্ভিস চালুর সম্ভব্যতা যাচাই, এলএলএম কোর্স চালুসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

    সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মোঃ সাইফুদ্দিন শাহ্, ফেনী ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুস সাত্তার, ট্রাস্টি বোর্ডের নির্বাহী কমিটির সহ-সভাপতি ও মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান এ কে এম শাহিদ রেজা, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সহ-সভাপতি আকরাম হোসেন হুমায়ুন, ট্রাস্টি বোর্ডের নির্বাহী কমিটির ট্রেজারার সৈয়দ জামাল উদ্দিন হায়দার, ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব ডা. এ এস এম তবারক উল্যাহ চৌধুরী বায়েজিদ, ট্রাস্টি ব্রিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) নাসির উদ্দিন আহমেদ, আর এস আর এম গ্রুপের চেয়ারম্যান ও ট্রাস্টি মেম্বার মাকসুদুর রহমান, ট্রাস্টি মেম্বার আলতাফ হোসাইন, মোহাম্মদ নুরুল আমিন ফারুক, মো. এনায়েতুল্লাহ, জালাল উদ্দিন চৌধুরী পাপ্পু, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তায়বুল হক, রেজিস্ট্রার এ এস এম আবুল খায়ের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

    সম্পাদনা : এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090