বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে ফেনী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মিলনায়তনে ৭ ফেব্রুয়ারি শুক্রবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু, ফেনী জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আবুল হোসাইন মোহাম্মদ উল্ল্যাহ, জেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা লোকমান হোসেন ভূঁইয়া, বাক ও শ্রবণ প্রতিবন্ধী সংস্থার সভাপতি সাইফুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফেনী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকারিয়া।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি