ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের সাপুয়া ১৪ আনি বাড়ি ইসলামিক কমপ্লেক্সের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল ৭ জানুয়ারী মঙ্গলবার মসজিদ প্রাঙ্গন অনুষ্ঠিত হয়েছে।
তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা ছিলেন আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার ফকিহ মুফতি আবদুল হান্নান, প্রধান মুফাসসির ছিলেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসেরিনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক ও আল-বাছীর জামে মসজিদের খতিব ড. মুফতি কামরুল হাসান শাহীন।
মাহফিলে বিশেষ মুফাসসির ছিলেন দাগনভূঞা আজিজিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আবুল খায়ের, সিলোনিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা জয়নাল আবেদীন, সাপুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুজ জাহের, আমুভূঞারহাট হাসানিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল ওহাব।
সাপুয়া ১৪ আনি বাড়ি ইসলামিক কমপ্লেক্সের সভাপতি শেখ আহাম্মদ ভূঞার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শহীদুল ইসলাম। এ সময় অতিথি ছিলেন বীকন মডেল কলেজের প্রভাষক ও দীপ্ত টিভির প্রতিবেদক আবদুল্লাহ আল-মামুন, মাওলানা মোহাম্মদ মোস্তফা, মাস্টার আবদুর রহিম। মাহফিল সঞ্চালনা করেন সাপুয়া ১৪ আনি বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আবদুর রহিম।
মাহফিলে ইসলামী সংগীত পরিবেশন করে স্বরূপ শিল্পী গোষ্ঠী। মাহফিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লী অংশগ্রহণ করেন।
মুফতি আবদুল হান্নান বলেন, আল্লাহ ঘোষনা করেন- যারা জালেম স্বৈরাচারী তাদের পতন দেখার জন্য অপেক্ষা কর। সেটা আমরা দেখেছি। কোরআন এসেছে সময় বিপ্লবের জন্য, সমাজ সংস্কারের জন্য। কুরআনের সমাজে দুর্নীতি, চাঁদাবাজী, টেন্ডারবাজি চলে না। এ সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে দ্বীন বিজয়ের জন্য কাজ করতে হবে।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি