আজ

  • শনিবার
  • ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু একাডেমী কাপ ফুটবলের ফাইনালে ফেনী ফুটবল একাডেমী চ্যাম্পিয়ন

  • ক্রীড়া প্রতিবেদক
  • ফেনীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শততম জন্মবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু একাডেমী কাপ ফুটবল টুর্ণামেন্ট’ এর ফাইনাল খেলা অনুর্ধ্ব-১২ ও অনুর্ধ্ব-১৮ শেষে পুরষ্কার বিতরণ করা হয়। টুর্ণামেন্টের উভয় ইভেন্টে ফুটবল একাডেমী ফেনী চ্যাম্পিয়ন হয়েছে।

    বৃহস্পতিবার ফেনীর ভাষাশহীদ আবদুস সালাম ষ্টেডিয়ামে জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে ফেনী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
    বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী বিপিএম, পিপিএম, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির সদস্য খন্দকার রকিবুল ইসলাম রকিব, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গ্রাসরুট ম্যানেজার মো. হাসান মাহমুদ।

    ফেনী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ডালিমের সঞ্চালনায় প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, ক্রীড়ামোদী লোকজন উপস্থিত ছিলেন।

    টুর্ণামেন্টের ফাইনাল খেলায় অনুর্ধ্ব-১২ ফেনী স্পোর্টস ফুটবল একাডেমীকে ৩-০ গোলে হারিয়ে ফুটবল একাডেমী ফেনী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সেরা খেলোয়াড় নির্বাচিত হন ফুটবল একাডেমী ফেনীর মো. রিপন।

    এদিকে অনুর্ধ্ব-১৮ ছাগলনাইয়া ফুটবল একাডেমীকে ২-০ গোলে হারিয়ে ফুটবল একাডেমী ফেনী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন ফুটবল একাডেমী ফেনীর আবির।

    টুর্ণামেন্টে অনুর্ধ্ব-১২ ইফরান ইসলাম আবীর ও অনুর্ধ্ব-১৮ মো. রায়হান। সর্বোচ্চ গোলদাতা- অনুর্ধ্ব-১২ মো. রিপন ও অনুর্ধ্ব-১৮ গাজী মো. আবদুর রাফেত।

    ফাইনাল খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়ের মাঝে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিবৃন্দ।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090