আজ

  • শনিবার
  • ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব’র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • শহর প্রতিনিধি
  • আন্তর্জাতিক সেবা সংগঠন রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব সুবিধা বঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে। মঙ্গলবার শহরস্থ এ.এস.এইচ.এম আদর্শ একাডেমী প্রাঙ্গনে এ কর্মসূচী পালন করা হয়।

    রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব’র প্রেসিডেন্ট রো. মোহাম্মদ বেলায়েত হোসেন এর সভাপতিত্বে উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর গভর্ণর প্রিন্সিপাল এইড জালাল উদ্দিন বাবলু, এ্যাসিস্টেন্ট গভর্ণর সাইদুল মিল্লাত মুক্তা, ক্লাব এডভাইজর আতিকুর রহমান শিবলী।

    এছাড়াও উপস্থিত ছিলেন রোটার‌্যাক্ট এডিআরআর আবুল হাসনাত রনি, রোটার‌্যাক্ট ক্লাব ফেনী অপূর্বর চার্টার প্রেসিডেন্ট ও ডিস্ট্রিক্ট সেক্রেটারী আরাফাত উল মিল্লাত দিপুল, রিজিওনাল সেক্রেটারী জামাল উদ্দিন সাবিদ, ফেনী অপূর্ব’র প্রাক্তন সভাপতি এস.আলম ভূঁইয়া অপু, প্রেসিডেন্ট ইলেক্ট ফরহাদ উদ্দিন ভূঁইয়া পাশা, সেক্রেটারী হোসাইন মাহুমুদ সুজনসহ রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব’র অন্যান্য সদস্যবৃন্দ।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি


    error: Content is protected !! please contact me 01718066090