১৭ মার্চ ২০২০ থেকে ১৭ মার্চ ২০২১ এ এক বছরকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মুজিব বর্ষ ঘোষণা করা হয়।
আগামী ১০ জানুয়ারি শুক্রবার বিকালে ঢাকা পুরাতন বিমান বন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও জন্মশতবার্ষিকী ক্ষণগণনা উদ্বোধন করবেন।
ফেনী জেলা তথ্য অফিসার মো. বেলায়েত হোসেন জানান, এ লক্ষ্যে জেলা তথ্য অফিস ফেনী বিশেষ প্রচার কর্মসূচি বাস্তবায়ন করছে। সড়ক প্রচার, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে চলচ্চিত্র প্রদর্শনী, অনলাইন প্রচারের মাধ্যমে জেলা তথ্য অফিস প্রচার কার্যক্রম বাস্তবায়ন করছে।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি