আজ

  • মঙ্গলবার
  • ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীর দুই নেতা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হলেন

  • ডেস্ক নিউজ
  • জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য হলেন ফেনীর দুই নেতা ফেনীর দুই নেতাসহ জাতীয় পার্টির ৩৭ প্রেসিডিয়াম সদস্যের নাম ঘোষণা করেছেন চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। সোমবার জাতীয় পার্টির নবম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্তের আলোকে তাদের নাম ঘোষণা করা হয়।

    ‘এতে করে পার্টির ৪১ সদস্যের মধ্য থেকে ৪ জনের নাম বাদ পড়েছে। জাতীয় পার্টির প্রেসিডিয়ামে যাদের অন্তর্ভূক্ত করা হয়েছে তারা হলেন-মোঃ আবুল কাশেম (টাঙ্গাইল), হাফিজ উদ্দিন আহমেদ (ঠাকুরগাঁও), গোলাম কিবরিয়া টিপু (বরিশাল), আলহাজ্ব সাহিদুর রহমান টেপা (গোপালগঞ্জ), এ্যাড. শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম (মুন্সিগঞ্জ), অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী এমপি (চট্টগ্রাম), ফখরুল ইমাম এমপি (ময়মনসিংহ), সৈয়দ মুহাম্মদ আব্দুল মান্নান (মানিকগঞ্জ),মাসুদ পারভেজ সোহেল রানা (বরিশাল), হাবিবুর রহমান (গাইবান্ধা), মিঃ সুনীল শুভ রায় (খুলনা), এস.এম. ফয়সল চিশতী (কুমিল্লা), মীর আব্দুস সবুর আসুদ (ঢাকা), মাহমুদুল ইসলাম চৌধুরী (চট্টগ্রাম), হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন (ঢাকা), মোঃ আজম খান (গাজীপুর), এটিইউ তাজ রহমান (সিলেট), সোলায়মান আলম শেঠ (চট্টগ্রাম), নাসরিন জাহান রতনা এমপি (পটুয়াখালী), আব্দুর রশীদ সরকার (গাইবান্ধা),আলহাজ্ব সফিকুল ইসলাম সেন্টু (ঢাকা), ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (গাইবান্ধা), পীরজাদা শফিউল্লাহ আল মনির (টাঙ্গাইল), লেঃ জেঃ (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী (ফেনী), মোস্তাফিজুর রহমান মোস্তফা (রংপুর), রেজাউল ইসলাম ভূঁইয়া (বি-বাড়িয়া), মিজানুর রহমান (বরগুনা), সৈয়দ দিদার বখ্ত (সাতক্ষিরা), নাজমা আখতার এমপি (ফেনী), আব্দুস সাত্তার মিয়া (গাজীপুর) , আলমগীর সিকদার লোটন (নারায়ণগঞ্জ), ইমরান হোসেন মিয়া (চাঁদপুর), মেজর (অব.) রানা মোঃ সোহেল এমপি (নীলফামারী), লিয়াকত হোসেন খোকা এমপি (নারায়ণগঞ্জ), একেএম সেলিম ওসমান (নারায়ণগঞ্জ), নাসির মাহমুদ (ঝালকাঠি) এবং মোঃ জহিরুল ইসলাম (টাঙ্গাইল)।

    ফেনী ট্রিবিউন/আরএইচ/এএএম


    error: Content is protected !! please contact me 01718066090