ফেনী সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জোৎসা আরা বেগম জুসি বলেছেন, বর্তমান সরকার নারী বান্ধব সরকার। তাই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারীদের জন্য বয়স্ক ভাতা, গর্ভবতী ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধি ভাতা ও টিসিবি পন্য সুবিধাসহ নানা ধরনের সুবিধা নিশ্চিত করেছেন।
আজ ০৬ নভেম্বর সোমবার বিকেলে ফেনী সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে কালিদহ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম ছিলোনিয়া গ্রামের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ফেনী—২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এমপি হওয়ার পর থেকে গত ১৫ বছরে ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়নে যে উন্নয়ন হয়েছে এটা বাংলাদেশের অন্য কোথাও হয়েছে হয়েছে কিনা আমার জানা নেই। তাঁর প্রচেষ্টায় ফেনীতে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিশেষ করে রাস্তা-ঘাট পাকাকরণ, স্কুল-কলেজ উন্নয়নের বিষয়টি আজ সবার সামনে দৃশ্যমান।
দাগনভূঞা উপজেলা মহিলা যুব মহিলা লীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা সিদ্দিকী বলেন, নিজাম উদ্দিন হাজারী আপনাদের সবার জন্য সালাম পাঠিয়েছেন; উপহার পাঠিয়েছেন। আপনারা নিজাম হাজারীর জন্য দোয়া করবেন। আপনারা জানেন যেকোন মানুষ তার কাছে গিয়ে যে কোন সমস্যা জানাতে পারেন এবং তিনি সমাধানের ব্যবস্থা করেন। তাই এই রকম উন্নায়ন কর্মকান্ড অব্যাহত রাখতে তাকে আবার আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে আনতে হবে। এ জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে ঘরে ঘরে গিয়ে কাজ করতে হবে।
কালিদহ ইউনিয়ন ০৭ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি সুলতানা আক্তারের সভাপতিত্বে ও নারী সংগঠক লাকী আক্তার শোভার সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মরিয়ম বেগম রানী, দাগনভূঞা উপজেলা মহিলা যুব মহিলা লীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার সিদ্দিকী, কালিদহ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকসানা আক্তার রুপা, ফেনী কলেজ ছাত্রলীগের সদস্য ইফু আহমেদ ইফা প্রমুখ।
এছাড়া ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে উঠান বেঠক সফল করতে সার্বিক সহযোগিতা করেন কালিদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন ডালিম, ০৭ নং ওয়ার্ড মেম্বার কামাল উদ্দিন ফারুক ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন আহমেদ তাঁরা।
পরে সমাবেশে আগত সকল নারীকে নিজাম উদ্দিন হাজারী এমপির পক্ষ থেকে বিছানার চাদর উপহার দেয়া হয়।
উল্লেখ্য, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর নির্দেশনায় আগামী নির্বাচনে নৌকা প্রতিককে বিজয়ী করার লক্ষ্যে ফেনী সদর উপজেলার ১০৮টি ওয়ার্ডে মহিলা সমাবেশ ও মহিলাদের মাঝে সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর উপহার পৌঁছে দিতে এবং বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মহিলাদের মাঝে তুলে ধরতে এ মহিলা সমাবেশের আয়োজন করা হয়।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি