দৈনিক দেশ রুপান্তর ও বার্তাসংস্থা ইউএনবির ফেনী প্রতিনিধি মো. শফি উল্লাহ রিপনের মোটর সাইকেল পোড়ানোর ঘটনায় গত বৃহস্পতিবার ফেনী মডেল থানায় মামলা করেন তিনি।
মামলায় তিনি উল্লেখ করেন, গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতা ও ছাত্রলীগ-যুবলীগের গোলাগুলি, ধাওয়া-পাল্টা ধাওয়ার ফলে শহীদ শহীদুল্লা কায়সার সড়ক রনক্ষেত্রে পরিনত হয়। সংবাদ সংগ্রহের জন্য মাঠে থাকায় তিনি মোটর সাইকেলটি নিরাপত্তার স্বার্থে ফেনী মডেল থানার ভিতরে শহীদ মিনারের পাশে রাখেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সেখানে রেখেই সেদিন বাসায় চলে যান। পরের দিন ৫ আগষ্ট শেখ হাসিনা সরকার পরিবর্তন হলে পুনরায় ফেনী শহরের পরিস্থিতি খারাপ হতে থাকে। ফলে ঐ দিন মোটর সাইকেলটি অন্যত্র (বাসায়) নেয়া যায়নি। ঐদিন রাতেই কিছু অজ্ঞাত দুবৃত্ত ফেনী মডেল থানার ভিতরে হামলা চালিয়ে জ্বালাও পোড়াও ভাংচুর করে। এতে শফি উল্লাহ রিপনের বাজাজ প্লাটিনা মোটর সাইকেলটি পুড়ে যায়।
সাংবাদিক শফি উল্লাহ রিপন বলেন, গত ৪ আগষ্ট আন্দোলনের সময় শহীদ শহীদুল্লা সড়কের ইসলামী ব্যাংকের সামনে রাখলে প্রথমে হামলায় ভাংচুরের শিকার হয়। পরবর্তীতে বাইকটি উদ্ধার করে ফেনী মডেল থানায় রাখি। সেখান থেকেও বাইকটি রক্ষা করা যায়নি। বাইক না থাকায় সংবাদ সংগ্রহের ক্ষেত্রে নানা সমস্যায় পড়তে হচ্ছে।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি