আজ

  • বৃহস্পতিবার
  • ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে সড়ক দূর্ঘটনায় শিক্ষক নিহত

  • নিজস্ব প্রতিনিধি
  • ফেনীতে সড়ক দূর্ঘটনায় জসিম উদ্দিন (৫০) নামের এক শিক্ষক মারা গেছে। রবিবার বিকালে সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত হবার পর রাতে ঢাকার একটি হাসপাতালে তিনি চিকিৎসাধিন অবস্থায় মারা যান। নিহত জসিম উদ্দিন ফেনী শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

    স্থানীয়রা জানায়, মাস্টার জসিম উদ্দিন লালপোল-ফেনী সড়কের দাউদপুর ব্রিজ সংলগ্ন মসজিদে নামাজ শেষে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বিপরীত থেকে আসা দ্রুতগামীর একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দিলে তিনি মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে ঢাকার ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। ওখানে রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

    এলাকাবাসী জানায়, জসিম উদ্দিন ভুঞা ফেনী সদর উপজেলার কালীদহ ইউনিয়নের উত্তর গোবিন্দপুর চালতাতলী এলাকার ভূঞা বাড়ির ছেলে। তিনি গোবিন্দপুর প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা। দাম্পত্য জীবনে ৩ মেয়ে ও ১ ছেলের জনক। পরে সোমবার সকাল সাড়ে ৯টায় ফেনী শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজ মাঠে ও সকাল ১১ টায় নিজ গ্রামে জানাজা শেষে তার লাশ দাফন করা হয়।

    সম্পাদনা : এএএম/এসকে


    error: Content is protected !! please contact me 01718066090