আজ

  • বৃহস্পতিবার
  • ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পৌর যুবলীগ নেতা বাবলুর স্ত্রী রাজিয়া এলএলবিতে ফেনীতে প্রথম হলেন

  • নিজস্ব প্রতিবেদক
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৮ সালের এলএলবি শেষ পর্ব ফাইনাল পরীক্ষায় অংশ নিয়ে দ্বিতীয় বিভাগ অর্জন করেছেন এবং ফেনী ল’ কলেজে প্রথম হয়েছেন রাজিয়া সুলতানা। তিনি ফেনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলুর স্ত্রী।

    বৃহস্পতিবার (৪ জুন) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে এ ফলাফল ঘোষণা করা হয়।

    সূত্র জানায়, ২০১৮ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষায় ফেনী ল’ কলেজ হতে অংশ নেয়া ৬২ জন শিক্ষার্থীর মধ্যে ৫৭জন পাশ করেছে। এর মধ্যে ৩৮ জন দ্বিতীয় শ্রেণী ও ১৯ জন তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়, ১ জন অনুত্তীর্ণ হন, ৪ জন অনুপস্থিত ছিলেন। এদের মধ্যে দ্বিতীয় শ্রেণীতে সর্বোচ্চ ৪১৯ নম্বর পেয়ে প্রথম হয়েছেন রাজিয়া সুলতানা।

    ভবিষ্যতে এলএলএম সম্পূর্ণ করে আইন পেশায় যুক্ত হয়ে দেশের মানুষের কল্যাণে ন্যায় বিচার প্রতিষ্ঠা নিজেকে নিয়োজিত করতে চান রাজিয়া সুলতানা। এছাড়া এ ফলাফলের জন্য কলেজের শিক্ষকদের আন্তরিকত কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা সন্তানের জননী। সাফল্যের এধারা অব্যাহত রাখতে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090