আজ

  • শুক্রবার
  • ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনী বিসিকে অ্যান্টি করোনা স্প্রে মেশিন স্থাপন করেছে আবুল খায়ের গ্রুপ

  • নিজস্ব প্রতিনিধি
  • মহামারি করোনা ভাইরাস থেকে কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের সুরক্ষিত রাখতে অটোম্যাটিক জীবানুনাশক স্প্রে মেশিন স্থাপন করেছে স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ। শহরের বিসিক শিল্প নগরী এলাকায় গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আবুুল খায়ের ম্যাচ ফ্যাক্টরীতে রবিবার থেকে চালু করা হয় অত্যাধুনিক এ মেশিনটি।

    মঙ্গলবার বিকালে সরেজমিনে দেখা গেছে, কারখানার ভিতরে প্রবেশদ্বারে স্থাপন করা হয়েছে জীবানুনাশক স্প্রে মেশিন। প্রতিদিন তিন শিফটে শ্রমিকরা প্রবেশ ও বাহির হওয়ার সময় মেশিনের ভিতর দিয়ে চলাচল করেন। এটি তদারকির জন্য সুপারভাইজার জাকির হোসেন, বাদশা মিয়া, আবুল কাশেম লাল মিয়া ও মহিন আলীকে দায়িত্ব দেয়া হয়। সংক্রামণ এড়াতে ফটকের বাইরেই পরীক্ষা করা হয়। শ্রমিকদের শারিরীক তাপমাত্রা। ডা. সুজন মজুমদার ও আনোয়ার হোসেন সারিবদ্ধভাবে এ দায়িত্ব পালন করছেন।

    কারখানা কর্তৃপক্ষ জানায়, শ্রমিকদের সুরক্ষায় আবুল খায়ের গ্রুপ অটোমেটিক অ্যান্টি করোনা স্প্রেয়ার মেশিন স্থাপন করেছে। করোনা থেকে রক্ষা পেতে শরীরকে জীবাণুনাশক সাবান বা স্প্রে দিয়ে পরিষ্কারের বিকল্প নেই। জরুরি প্রয়োজনে মানুষকে বাসা থেকে বের হতে হয়। সারা শরীর বিশেষ করে শরীরের যেসব অঙ্গ মানুষের সংস্পর্শে আসে সেসব অংশ পরিষ্কার করা উচিত।

    একাধিক শ্রমিক জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে পেটের দায়ে চাকরি করছেন। এজন্য কারখানায় যাওয়া-আসায় সতর্কভাবে চলতে হয়। কারখানায় জীবাণুনাশক স্প্রে মেশিন স্থাপনের ফলে শ্রমিকদের মাঝে কিছুটা স্বস্তি রয়েছে।

    আবুল খায়ের ম্যাচ ফ্যাক্টরির শাখা ব্যবস্থাপক (প্রশাসন) মো. আজাদ হোসেন জানান, করোনাভাইরাস প্রতিরোধে আবুল খায়ের গ্রুপ বিশেষ কার্যক্রম শুরু করে। সামাজিক দূরত্ব এবং স্বয়ংক্রীয় জীবাণুনাশক স্প্রে মেশিন দিয়ে নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রেখেই কারখানা পরিচালনা করা হচ্ছে।

    এদিকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) ফেনী এর এজিএম অরবিন্দ দাস জানান, চাঁড়িপুরে ৪৫টি কারখানার মধ্যে করোনা পরিস্থিতিতে ১৫টি উৎপাদনরত রয়েছে। নিজকুঞ্জরায় ২৭টি কারখানার মধ্যে সবকটি বন্ধ রয়েছে। তবে চলমান কোন প্রতিষ্ঠানে এখনো স্প্রে মেশিন স্থাপন হয়নি বলে তিনি জানান।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090