ফেনী সীমান্তে ১৬টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি ফেনী ব্যাটালিয়ন। ৩ এপ্রিল রাতে ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় অভিযান চালিয়ে গরুগুলো আটক করা হয়।
বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকায় বিজিবি সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ২১৮৫ থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফেনা পুস্কুনী নামক স্থান হতে ১৬টি ভারতীয় গরু জব্দ করা হয়। এগুলোর আনুমানিক বাজার মূল্য ৬ লাখ ২০ হাজার টাকা। জব্দকৃত ভারতীয় গরুগুলো স্থানীয় শুল্ক কার্যালয়ে জমা দেয়া হয়েছে।
ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এছাড়া চোরাচালানের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। চোরাচালান প্রতিরোধে শক্ত অবস্থানে রয়েছে বিজিবি।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি