ফেনীর সোনাগাজীতে ঘুরতে চট্টগ্রামের মিরসরাই থেকে এসেছিলেন দুই বন্ধু। ঘোরা শেষে বাড়ি ফেরা হলো না কারো। মোটরসাইকেল খাদে পড়ে নিহত হয়েছেন তারা। বৃহস্পতিবার রাতে ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কের মতিগঞ্জে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চট্টগ্রামের মীরসরাইয়ের নাহেরপুরের আজিজুল হক শাহেদ, জোরারগঞ্জের ইমামপুরের জিয়া উদ্দিন বাবলু।
জিয়া উদ্দিন বাবলুর বন্ধু ইমতিয়াজ উদ্দিন জানান, মোটরসাইকেচড়ে মীরসরাইয়ে ফিরছিলেন শাহেদ ও বাবলু। মতিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে ঘটনাস্থলেই বাবলু নিহত। আহত হন শাহেদ। তাকে ফেনী জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফেনী জেনারেল হাসপাতাল ফাঁড়ির এএসআই জাকির হোসেন জানান, হাসপাতালে আনার আগেই শাহেদের মৃত্যু হয়েছে। তার মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ফেনী ট্রিবিউন/এআর/এএএম