বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ ফেনী জেলা শাখার উদ্যেগে হোমিওপ্যাথির জনক বিজ্ঞানী হানেমানের ২৬৫ তম জন্ম-উৎসব উপলক্ষে হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ” আর্থ সামাজিক প্রেক্ষাপটে হোমিওপ্যাথি বিষয় আলোচনা সভা ০৬ মার্চ ২০২০খ্রি. শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।
পরিষদের ফেনী জেলা শাখার সভাপতি ডাঃ কামদেব নাথ এর সভাপতিত্বে এবং সম্পাদক ডা. ছরওয়ার আলম এর সঞ্চালনায় ফেনী জেলা পরিষদের ড. সেলিম আল দ্বীন মিলনায়তনে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক ডা. এ.কে.এম শহীদ উল্যাহ, মিরপুর সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. আবদুল মতিন,হোমিওপ্যাথিক পরিষদ কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি ডা. সালেহ আহমেদ সুলেমান, মিরপুর সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রভাষক ডা. বিপ্লব সরকার, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ চট্টগ্রাম জেলা সেক্রেটারি প্রভাষক ডা. এনামুল হক, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ চট্টগ্রাম জেলারর সাংগঠনিক সম্পাদক ডা. এম. এ গনি।
আলোচনায় অংশ গ্রহণ করেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ ফেনী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রভাষক ডা. উজ্জল চন্দ্র দাশ, পরিষদের মীরশ্বরাই শাখার সাংগঠনিক সম্পাদক ডা. প্রাণ গোপাল ভৌমিক। প্রচার সম্পাদক ডা. আবদুল হালিম, ডা. ফজলুল ইসলাম, ডা. পুতুল রানী দাশ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও ফেনী সহ সারাদেশের দুই শতাদিক আমন্ত্রিত চিকিৎসক উপস্থিত ছিলেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি