আজ

  • বৃহস্পতিবার
  • ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীতে ওয়ার্ল্ড ডেন্টিষ্ট ডে তে র‌্যালী ও আলোচনা সভা

  • শহর প্রতিনিধি
  • “বিডিএস নয় তো ডেন্টিষ্ট নয়” এই প্রতিপাদ্য নিয়ে ফেনীতে ৬ মার্চ শুক্রবার পালিত হয়েছে ওয়ার্ল্ড ডেন্টিষ্ট ডে। দিবসটি উপলক্ষে শহরের ডক্টরস ক্লাব থেকে র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ডক্টরস ক্লাব সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো.ওয়াহিদুজজমান।

    বাংলাদেশ ডেন্টাল সোসাইটি ফেনী জেলা শাখার সভাপতি ডা. কাজী ইস্রাফিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন ফেনীর প্রবীণ ডেন্টিষ্ট ডাক্তার আলী আহম্মদ, ফেনী জেলা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনষ্ঠিক সেন্টার ওনার্স এসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক আবু জোবায়ের মুন্না।

    বাংলাদেশ ডেন্টাল সোসাইটি ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. সাজ্জাদ মাহমুদ সাজিদের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটি ফেনী জেলা শাখার সহ-সভাপতি ডা. দেলোয়ার হোসেন, যুগ্ন-সম্পাদক ডা. বেলায়েত হোসেন নয়ন, দৈনিক আমাদের নতুন সময়’র ফেনী প্রতিনিধি এম.এমরান পাটোয়ারী, রোটারেক্ট আরাফাতুল মিল্লাত বিপুল প্রমুখ।

    এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটি ফেনী জেলা শাখার সহ-সভাপতি ডা. শাহ আলম, যুগ্ন-সম্পাদক ডা. আমিনুল ইসলাম ভূঞা রাসেল, সাংগঠনিক সম্পাদক ডা. মো. মশিউর রহামান, কোষাধ্যক্ষ ডা. মো. আকতার হোসেন তানসেন, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. উম্মে কুলসুম বিথি, গ্রস্থাগার সম্পাদক ডা. ইকবাল হোসেন মজুমদার, মহিলা বিষয়ক সম্পাদক ডা. মাহফুজা জামান হ্যাপী, সদস্য ডা. সাদিয়া তামান্না, ডা. শিহাব উদ্দিন ও ডা. অভি আকতারসহ অন্যান্য সদস্যবৃন্দ।

    অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ফেনী শহরের বেস্ট ইন রেষ্টুরেন্ট এ মধ্যাহ্ন ভোজে অংশ গ্রহণ করেন- বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. বিমল চন্দ্র দাস, সহ-সভাপতি ডা. কৃঞ্চ পদ সাহা, দপ্তর সম্পাদক ডা. মো. সাইফুর রহামান ভূঞাসহ অন্যান্য অতিথিবৃন্দ।

    অনুষ্ঠান শেষে কেক কেটে ওয়াল্ড ডেন্টিষ্ট ডে উদযাপন করা হয়।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি


    error: Content is protected !! please contact me 01718066090